ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২ ১৬:৪৪:৪৪ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ২২:০১:১৪
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও মরক্কো

রূপকথার যাত্রা সেমিতেই শেষ হলো মরক্কোর। নিজেদের তো বটেই, কোনো আফ্রিকান দেশেরও যে এখন পর্যন্ত এটিই সবথেকে বড় অর্জন। আজ বিশ্বমঞ্চে আরো একবার মাঠে নামবে দলটি, লড়াই করবে তৃতীয় স্থানের জন্য। 

যদিও অনেকের চোখে ম্যাচটি শুধুই নিয়ম রক্ষার্থের ম্যাচ, কিন্তু আসলেই এর গুরুত্ব রয়েছে বৈ-কি।

মূলত সেমি ফাইনালের দুই পরাজিত দলের মাঝে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়ে থাকে। সহজ চোখে এর কোনো গুরুত্ব না থাকলেও, এর কিছু প্রয়োজনীয়তা আছে। তৃতীয় স্থানকেও একটি অর্জন হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। ফলে এর কিছু গুরুত্ব রয়েছে।

বিশ্বকাপ খেলতে এসে একদম খালি হাতে ফেরত যাওয়া থেকে কিছু নিয়ে ফেরাটাও তো সম্মানের। যদিও বেশির ভাগের মতেই খেলাটা শুধুই টাকার জন্য হয়ে দাঁড়িয়েছে। এমনকি গত আসরে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জেতার পরেও বেলজিয়ামের মাঝে ছিল এই ম্যাচ নিয়ে অসন্তোষ। 

মূলত এই ম্যাচকে নিয়ে থাকে না কোনো উন্মাদনা। 

তবে সব দলের ক্ষেত্রে ব্যাপারটা একই নয়। মরক্কোর মত দল যারা প্রথমবার সেমি ফাইনাল খেললো। তাদের কাছে এই আসরে তৃতীয় হওয়াটাও বিশাল এক অর্জনের ব্যাপার।

বিশ্বকাপ জয়ী এবং রানার্স আপ দলের পাশাপাশি, তৃতীয় স্থান অধিকার করাও একটি দলের জন্য পদক এর মতই। সেই পদক সকল  দেশের জন্য গুরুত্বপূর্ণ না হলেও, মরক্কোর মত দেশের কাছে এর গুরত্বতা অধিক, সাথে অর্থের প্রয়োজনীয়তা তো আছেই।

প্রাইজমানির হিসাব করলে দেখা যায়, তৃতীয় স্থানে থাকা দলটি পাবে পায় ২৭ মিলিয়ন ইউএস ডলার। যেখানে চতুর্থ স্থানে থাকা দলটি পাবে ২৫ মিলিয়ন ইউএস ডলার। এবারের বিশ্বকাপের মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৪৪০ মিলিয়ন ইউএস ডলার। যা থেকে চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন ইউএস ডলার এবং রানার্স আপ পাবে ৩০ মিলিয়ন ইউএস ডলার।

খালি হাতে ফিরবে না কোনো দলই, গ্রুপ পর্ব খেলা দলগুলোও পাবে ৯ মিলিয়ন ইউএস ডলার, শেষ ষোল খেলা দলগুলো পাবে ১৩ মিলিয়ন ইউএস ডলার এবং কোয়ার্টার ফাইনাল খেলা দলগুলো পাবে ১৭ মিলিয়ন ইউএস ডলার করে।


একাত্তর/আরআই


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads