ফ্রান্সের অধিনায়ক এবং বিশ্বকাপ জয়ী গোলরক্ষক হুগো লরিস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (৯ জানুয়ারি) ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
৩৬ বছর বয়সী এই ফুটবলার জানান, পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে তার এই সিদ্ধান্ত।
লরিস জানান, আমার মনে হয়, নিজের সবটা দিয়ে ফেলেছি। তাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি।
২০০৮ সালে ফ্রান্সের হয়ে অভিষেক হয় লরিসের। এরপর ফরাসিদের হয়ে সর্বোচ্চ ১৪৫টি ম্যাচ খেলছেন এই গোলরক্ষক। যার মধ্যে ১২১টি ম্যাচে তিনি দলকে দিয়েছেন নেতৃত্ব, যা ফ্রান্সের হয়ে সর্বোচ্চ।
টটেনহ্যাম হটস্পারের এই গোলরক্ষকের অধিনায়কত্বতেই,২০১৮ সালের বিশ্বকাপ এবং ২০২১ সালের নেশনস লিগ জয় করেছিলো ফ্রান্স। শেষ ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তার নেতৃত্বেই খেলেছিলো ফ্রান্স।
শুধু তাই নয়, শেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি ফ্রান্সের নেতৃত্ব ছিলেন। যেখানে তার সামনে সুযোগ ছিলো অধিনায়ক হিসাবে টানা দুই বার বিশ্বকাপ জয় করার। কিন্তু ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে পরাজিত হয়।
অবসর ঘোষণায় তিনি বলেন, আমি মনে করি দল এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, একজন গোলরক্ষকও (মাইক ম্যাগনান) আছেন, যিনি প্রস্তুত দায়িত্ব তুলে নিতে।
তিনি যুক্ত করেন, নিজের খারাপ সময় আসার আগেই, সেরা সময়ে শেষ করতে আমি পছন্দ করি। শুধু তাই নয়, এখানে পরিবারের পছন্দও রয়েছে। আমি আমার স্ত্রী এবং সন্তানদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর প্রয়োজন অনুভব করছি।
এ ব্যাপারে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম বলেছে, লরিস তার শীর্ষ অবস্থায় থেকে অবসর নিচ্ছেন। জাতীয় দলে তার জায়গা থাকা সত্ত্বেও তিনি সরে দাঁড়াচ্ছেন। আমি ভক্তদের তার সিদ্ধান্তকে সম্মান করার আহবান করছি।
তিনি বলেন, ফরাসি দলের একজন মহান সেবক ছুটি নিচ্ছেন এবং আমি তার চমৎকার ক্যারিয়ারকে শ্রদ্ধা জানাতে চাই। লরিসের দলে যোগ দেওয়া আমার জন্য আনন্দের ও সম্মানের ছিল।
আরও পড়ুন: পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন বেল
২০১২ সাল থেকে লরিস প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের হয়ে খেলেছেন। যেখানে তিনি অধিনায়কও। জাতীয় দল থেকে অবসর নিলেও স্পার্সদের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
এদিকে একই দিনে (৯ জানুয়ারি) তার সাবেক স্পার্স সতীর্থ গ্যারেথ বেল সবধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.