ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

বিতর্কের পরও 'পাঠান' জ্বরে কাঁপছে ভারত

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৩ ১৫:২৮:৫৩ আপডেট: ২৫ জানুয়ারী ২০২৩ ১৫:৪২:১১
বিতর্কের পরও 'পাঠান' জ্বরে কাঁপছে ভারত

দীর্ঘ চার বছর পর আবার রুপালি পর্দায় ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান। এ নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। এরইমধ্যে ভারতজুড়ে শুরু হয়েছে ‘পাঠান’ ঝড়। একদিকে বিজেপি অন্যদিকে শাহরুখ ভক্তরা, এখনও চলছে চুলচেরা বিশ্লেষণ।   

বুধবার (২৫ জানুয়ারি) মুক্তি পাওয়া বহুত আলোচিত 'পাঠান' সিনেমা দেখতে সকাল ৬টা থেকেই ভারতের প্রেক্ষাগৃহগুলোর বাইরে ভিড় জমান ভক্তরা। এবিপি ও অনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 

সব বড় শহরেই প্রায় একই চিত্র। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট না পেয়েও প্রেক্ষাগৃহের সামনে ঠায় দাঁড়িয়ে থাকছেন দর্শকরা।  

এদিকে দর্শকের উন্মাদনা ও টিকিটের চাহিদা দেখে পর্দার সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ।

২৪ জানুয়ারি পর্যন্ত ভারতে মোট পাঁচ হাজার দুইশ' হলে ‘পাঠান’ প্রদর্শনের কথা ছিল। কিন্তু ছবির মুক্তি ও প্রথম শোয়ের পরে আরও তিনশ' হল বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে সারা ভারতে মোট পাঁচ হাজার পাঁচশ' হলে চলবে পাঠান। 

অন্যদিকে ভারতের বাইরে পর্দার সংখ্যা দুই হাজার পাঁচশ', অর্থাৎ বিশ্বজুড়ে মোট আট হাজার হলে চলবে সিনেমাটি। 

সংশ্লিষ্টরা বলছেন, ২০ জানুয়ারি থেকে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পরেই বড় সাফল্যের আভাস পাওয়া গিয়েছিল। একশোরও বেশি দেশে মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই অ্যাকশন থ্রিলার ছবি। 

উল্লেখ্য, পাঠান সিনেমার একটি গানে দীপিকা পাডুকোনকে গেরুয়া বিকিনিতে দেখা যায়, এ নিয়েই ঝামেলার শুরু। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা এটিকে চক্রান্ত বলে আখ্যা দেন। ইচ্ছাকৃতভাবে গেরুয়া রঙকে অপমান করা হয়ে বলেও অভিযোগ ওঠে। ভারতজুড়ে সিনেমা বয়কটের ডাক দেয় বিজেপি ও আরএসএস নেতাকর্মীরা। 

তবে সিনেমাটি নিয়ে দর্শকদের এমন উন্মাদনা দেখে আগের অবস্থান থেকে সরে এসেছে বিজেপি-আরএসএস কর্মীরা। শেষ পর্যন্ত এগিয়ে থাকলেন বলিউড বাদশা।      


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads