দেশের হল বাঁচাতে বলিউডের ছবি মুক্তি নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখন শিল্পী সমিতি ও অভিনয় শিল্পীদের মধ্য থেকে দুটি দাবি সামনে এসেছে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা নিপুণ হিন্দি ছবি আমদানির পক্ষে মত দিয়েছেন। তবে এখানে তিনি জুড়ে দিয়েছেন একটি শর্ত। তা হলো- মুনাফার ১০ শতাংশ টাকা শিল্পী সমিতিকে দিতে হবে।
অপরদিকে অভিনয় শিল্পীদের মধ্য থেকে চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন আরেক দাবি। তিনি বলেছেন, যদি বলিউডের ছবি দেশের হলে চালানো হয় তাহলে তার ছবিও ভারতে মুক্তি দিতে হবে।
সম্প্রতি শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিকে কেন্দ্র করে হল মালিকরা দেশে হিন্দি ছবি আমদানি করে দেখানো সুযোগ চেয়েছেন।
তবে সাফটা চুক্তি থেকে জানা গেছে, কলকাতার ছবি আমদানি হলেও বলিউডের সিনেমা মুক্তি নিয়ে জটিলতা রয়েছে।
এদিকে দেশে বলিউডর ছবি মুক্তি পেলে লাভের ১০ শতাংশ দিতে হবে শিল্পী সমিতিকে- এমন দাবি জানিয়ে সমিতির নেতা নিপুণ সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাবও দিয়েছেন।
তার ভাষ্যমতে, এতে সমিতির তহবিল বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্য ব্যয় করা হবে।
নিপুণ বলেছেন, দেশে ইংরেজি ছবির সঙ্গে প্রতিযোগিতা করে বাংলা ছবিগুলো চলছে। তাহলে হিন্দি ছবি কেন মুক্তি পাবে না?
আরও পড়ুন: ‘পাঠান’ ঝড়ে ওলটপালট বলিউডের রেকর্ড বাক্স
এদিকে নিজের ছবি ভারতে মুক্তি দিলে দেশে হিন্দি ছবি প্রদর্শনের মত দিয়েছেন জায়েদ খান। তবে তিনি এও বলেছেন, আমি প্রথম থেকেই হিন্দি ছবি মুক্তি দেওয়ার পক্ষে ছিলাম না, এখনো নেই।
তার মতে, হিন্দি ছবি আমদানির ফলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নেপালের মতো হবে। হিন্দি ছবি মুক্তি দিলে আমাদের দেশীয় সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.