ফ্রান্সকে হারিয়ে বিশ্ব হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে রেকর্ড তৃতীয় শিরোপা জয় করেছে ডেনমার্ক।
সোমবার (৩০ জানুয়ারি) স্টকহোমের টেলে২ এরেনাতে অনুষ্ঠিত ফাইনালে ডেনমার্ক ৩৪-২৯ গোলে ফ্রান্সকে পরাজিত করে হ্যাট্রিক শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়।
প্রথমার্ধে ডেনমার্ক ১৬-১৫ গোলে এগিয়ে ছিল।
দুই বছর অন্তর অনুষ্ঠিত এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ড্যানিশরা সবসময়ই প্রাধান্য দেখিয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম ছিলোনা। এনিয়ে বিশ্ব আসরের সপ্তম শিরোপা জয় করলো ডেনমার্ক।
ফাইনালে সর্বাধিক ১০ গোল করেছেন ডেনমার্কের রামসা লগে শিমিডিট। এছাড়া সতীর্থ সাইমন পিটলিক করেছেন ৯ গোল। এ পর্যন্ত ২৮ ম্যাচে অপরাজিত রয়েছে ডেনমার্ক।
আরও পড়ুন: প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো মাশরাফির সিলেট
এদিকে স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক সুইডেনকে ৩৯-৩৬ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে স্পেন।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.