ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

বাংলাদেশে সহযোগিতা অব্যাহত থাকবে: জাপানি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৬:৫৭ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৭:২৭
বাংলাদেশে সহযোগিতা অব্যাহত থাকবে: জাপানি রাষ্ট্রদূত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সেতুমন্ত্রীর দপ্তের সৌজন্য সাক্ষাৎ করেন কিমিনোরি। এসময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

সাক্ষাৎ শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, জাপান এবং বাংলাদেশের মধ্যে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশ এক সঙ্গে কাজ করছে।  

রাষ্টদূত বলেন, মেট্রোরেলসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে জাপান বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: আদানি গ্রুপের বিরুদ্ধে মামলা, ভারত থেকে বিদ্যুৎ আসায় হোঁচট

বৈঠকে জাপানের সহায়তায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয় বলেও জানান জাপানি রাষ্ট্রদূত।


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads