ঢাকা ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯

মোংলায় বিক্রি করতে আনা সুন্ধী কচ্ছপ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মোংলা
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৯:৪৪
মোংলায় বিক্রি করতে আনা সুন্ধী কচ্ছপ উদ্ধার

মোংলার জিউধারা বাজারে বিক্রি করতে নিয়ে আসা একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উদ্ধার হওয়া কচ্ছপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মো: শাহজাহান জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড বাজারে বুধবার সকাল ৯টার দিকে বিরল প্রজাতির একটি সুন্ধী কচ্ছপ বিক্রি করতে আনেন এক পাচারকারী। পরে বন পাহারাদার সদস্যদের দেয়া খবরের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে কচ্ছপটি উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, এসময় বনবিভাগের সদস্যদের দেখা মাত্র ওই পাচারকারী ব্যাগে কচ্ছপটি ফেলে রেখে লোকজনের ভিড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশে সহযোগিতা অব্যাহত থাকবে: জাপানি রাষ্ট্রদূত

উদ্ধার হওয়া মিঠা পানির বিরল প্রজাতির এ কচ্ছপটির ওজন এক কিলোগ্রাম বলে জানান তিনি। নারী কচ্ছপটির ডিম দেয়ার অবস্থা দেখতে পেয়ে সেটিকে জিউধারা ষ্টেশন অফিসের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গত নভেম্বর মাসের শেষ দিকে জিউধারার সোমাদ্দারখালী এলাকা থেকে আরও একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছিলো। সেটিও তখন সুন্দরবনে অবমুক্ত করা হয়।


একাত্তর/আরবিএস   

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads