দশ দফা দাবি আদায়ে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে গণপদযাত্রা করেছে বিএনপি। এটি নগরীতে দলটির বিএনপির চতুর্থ দিনের পদযাত্রা।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ কাঁচাবাজারের সামনে গিয়ে শেষ হয় এই পদযাত্রা কর্মসূচি।
এর আগে বেলা ১টার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নিতে কমলাপুর এলাকায় এসে জড়ো হতে থাকেন। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস।
পদযাত্রার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ বিএনপির পদযাত্রা দেখে ভীত হয়ে পড়েছে। বিএনপির পদযাত্রা আওয়ামী লীগের শবযাত্রা।
তিনি বলেন, আওয়ামী লীগের পতন শুরু হয়ে গেছে। বাকিটুকু সময়ের ব্যাপার মাত্র। আওয়ামী লীগকে না সরালে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে না।
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিলেও অতীতে আওয়ামী লীগ জামায়াতকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে ভোটার নাই। পুলিশ মাইকিং করেও ভোটার আনতে পারছে না। নির্বাচনী কর্মকর্তারা অলস সময় পার করছেন কেন্দ্রে কেন্দ্রে।
মির্জা আব্বাস আরও বলেন, এই পদযাত্রায় সরকারের ভীত নড়বড়ে হয়ে গেছে। আওয়ামী লীগ পায়ের আওয়াজ পেয়ে গেছে। মানুষ গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায়।
আর বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, এই সরকারের বিদায়ের জন্য পদযাত্রা। সরকারকে বিদায় না করা পর্যন্ত বিএনপি মাঠে থাকবে।
তিনি বলেন, এক মাসে দুবার বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, জনগণের দিকে তাকাচ্ছে না। খালেদার মুক্তির জন্য রাজপথে থাকতে হবে। জনগণের সমস্যা নিয়ে বিএনপি আন্দোলন করছে।
তিনি হুশিয়ারি দিয়ে আরও বলেন, ক্ষমতায় থেকে নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হতে দেয়া হবে না। জনপ্রিয়তা হারানোয় সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়।
গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই পদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয়।
পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করছেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এর আগে গত শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আরও পড়ুন: বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
এরপর সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থেকে এ পদযাত্রা শুরু হয়ে শ্যামপুর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.