ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৪:৩১
ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই চোর গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে ইজিবাইক চুরি করে পালানোর সময় দুই চোরকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার শীতলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলাম (২৭) ও মানিকের ছেলে আসাদুল (২১)। 

পুলিশ জানায়, আদমদীঘির কুমারভোগ গ্রামের বাবর আলীর ছেলে ইজিবাইক চালক আব্দুর রউফ মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় আদমদীঘি বাসস্ট্যান্ডে ইজিবাইকটি রেখে পাউরুটি কিনতে দোকানে যান। পাউরুটি কিনে ফিরে দেখেন তার ইজিবাইকটি নেই। আশপাশের লোকজনের কাছ থেকে রউফ জানতে পারেন যে ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ইজিবাইকটি নিয়ে মুরইলের দিকে গেছেন। তখন তিনিসহ স্থানীয় লোকজন দ্রুত মুরইলের দিকে এগোলে পথিমধ্যে তাদের দেখে চোরেরা ইজিবাইক ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই দুইজনকে আটক করা হয়। 

আরও পড়ুন: কয়লা বোঝাই ট্রলারডুবিতে মাঝির মৃত্যু

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় ইজিবাইকের মালিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আটককৃতদের সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads