কুমিল্লার লাকসামে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত পৌনে আটটায় লাকসাম বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটককৃতরা হলেন চাটখিল এলাকার আলাউদ্দিন রাফী, মো. শান্ত, রিয়াদ হোসেন ও মোটরসাইকেল মেকানিক সোহাগ হোসেন হৃদয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লাকসাম বাইপাস এলাকায় প্রথমে চোর সন্দেহে তাদের আটক করা হয়। এরপর আটককৃতদের নিয়ে অভিযান চালিয়ে নম্বরবিহীন দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলাও দায়ের করা হয়।
আরও পড়ুন: চোরাই ইজিবাইকসহ দুই চোর গ্রেপ্তার
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুঁইয়া জানান, গ্রেপ্তারকৃতদের পাঁচদিনের রিমান্ড চেয়ে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে তাদের কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.