ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

প্রকাশ্যে নাচানাচি করায় ইরানি যুগলের ১০ বছর কারাদণ্ড

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৯:১৪
প্রকাশ্যে নাচানাচি করায় ইরানি যুগলের ১০ বছর কারাদণ্ড

রাস্তায় প্রকাশ্যে নাচানাচি করার পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করায় ইরানে এক যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

ওই যুগলকে দুর্নীতি, পতিতাবৃত্তি এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে তেহরানের আজাদী টাওয়ারের সামনে তাদের নাচতে দেখা যায়। 

ওই যুগল ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশের পরই তাদের আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের প্রায় ২০ লাখ মানুষ ফলো করেন।

ওই যুগল ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশের পরই তাদের গ্রেফতার করা হয়। হাকিকি ও আহমাদিকে দুর্নীতি, নিরাপত্তা হুমকি ও প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে দায়ী করা হয়েছে। 

সাজাপ্রাপ্ত তরুণী হাকিকিকে আটক করার আগে তার বাড়িতে অভিযান চালায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। হাকিকি একজন ফ্যাশন ডিজাইনার বলে জানা গেছে।

এই যুগলের শাস্তি উচ্চ আদালতেও বহাল থাকে তাহলে তাদের প্রায় ১০ বছর জেলেই কাটাতে হবে। তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রেমিক যুগলকে দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

গেল সেপ্টেম্বরে পুলিশের হাতে এক কুর্দি তরুণী নিহত হওয়ার পর পুরো ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কিন্তু পুলিশি শক্তি ব্যবহার করে বিক্ষোভ দমন করে ইরান। এরপর শুরু হয় ধরপাকড়।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads