ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

১৫ বছরে এক হাজার মটরসাইকেল চুরি!

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৭:০২
১৫ বছরে এক হাজার মটরসাইকেল চুরি!

মটরসাইকেল চুরিতে রীতিমতো রেকর্ড গড়েছেন আব্দুল খালেক। বিষ্ময়কর হলেও সত্যি, তিনি গত ১৫ বছরে প্রায় এক হাজার মোটরসাইকেল চুরি করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বুধবার তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, তুরাগ থানায় দায়ের হওয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের সময় মঙ্গলবার আব্দুল খালেককে আটকের পর তার কাছ থেকে এমনই তথ্য পাওয়া গেছে। 

তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা খালেকের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে তার কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি প্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক স্বীকার করেছেন যে, তিনি গত ১৫ বছরে প্রায় এক হাজার মোটরসাইকেল চুরি করেছেন।

খালেকের কমপক্ষে সাত জন সহযোগী ছিল যাদের আগে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছিল। তবে তারা জামিনে বেরিয়ে আসার পরও একই অপরাধে লিপ্ত হয়।

হারুন বলেন, প্রথমে কোনো একটি বাসার মোটরসাইকেল টার্গেট করে এ চোর চক্রের সদস্যরা। পরে বাসার গ্যারেজের তালা ভেঙ্গে মোটরসাইকেলের তালা খুলে নিয়ে যায়।

এক সময় চাঁদপুরে মোটরসাইকেলের মেকানিকের কাজ করতেন খালেক। এসময় চোর চক্রের সঙ্গে তার পরিচয় হয় এবং মোটরসাইকেল চুরি চক্রে জড়িয়ে পড়েন।

ঢাকা থেকে বাইক চুরির পর ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ ও হাওর অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় কম দামে বিক্রি হয়। 

এসব চোরাই মোটরসাইকেল কাগজপত্র না থাকলেও কিনে নিচ্ছে। এ প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, কাগজপত্র নেই এমন মোটরসাইকেল কেনা অবৈধ। চোরাই মাল কেনা একটা অপরাধ।

তিনি সবাইকে সতর্ক করে দিয়ে আরও বলেন, চোরাই মোটরসাইকেল যার কাছে পাবো তাকেই চোর হিসেবে সাব্যস্ত করবো। আমাদের অনুরোধ কাগজপত্র ছাড়া বাইক কিনবেন না। 

অনেক মানুষ ব্যাংক থেকে লোন বা দেনা করে মোটরসাইকেল কেনেন উল্লেখ করে হারুন অর রশীদ বলেন, কষ্টের টাকায় কেনা মোটরসাইকেল যার চুরি হয় সেই বোঝেন।

নকল চাবি বানানো ব্যক্তিদের বিরুদ্ধে ডিবির অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, যে দোকানি নকল চাবি বানান তিনিও চোর চক্রের সঙ্গে জড়িত।

গাড়ি কিংবা বাইক চুরি হলেই থানায় জিডি করার অনুরোধ জানিয়ে হারুন বলেন, জিডির কপিটি নিয়ে ডিবির টিমের সঙ্গে যোগাযোগ করলে মোটরসাইকেল উদ্ধারে চেষ্টা করতে পারবো।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads