ঢাকা ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

এবার এশিয়ার শীর্ষ ধনীর পদও হারালেন আদানি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০৯:৫৫
এবার এশিয়ার শীর্ষ ধনীর পদও হারালেন আদানি

আর্থিক কেলেংকারির জেরে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে গেছেন আদানি গ্রুপের মালিক গৌতম আদানি। শুধু তাই নয় গ্রুপটির শেয়ারের দাম আরও পড়ে যাওয়ায় তিনি এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির পদও হারিয়েছে ফেলেছেন। 

ভারতীয় এই ধনকুবের ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের চতুর্থ স্থান থেকে ১১ তম স্থানে নেমে এসেছেন। মাত্র তিনটি ব্যবসায়িক দিনে ৩৪ বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ২৮ হাজার কোটি টাকার ব্যক্তিগত সম্পদ হারিয়ে গিয়েছে তাঁর। সার্বিকভাবে মূলধন কমেছে ৭৪ বিলিয়ন ডলার।

গত সপ্তাহে গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ এক প্রতিবেদনে অভিযোগ করে, আদানি গ্রুপ স্টক ও হিসাবের বিষয়ে জালিয়াতি করে সম্পদের পরিমাণ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছে। গত এক দশক ধরে আদানি গ্রুপ এই জালিয়াতি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। যদিও তাতে সংস্থার সাত শেয়ারে ধস নামা থামানো যায়নি।

বুধবার শেয়ারের দরপতন অব্যাহত থাকায় গৌতম আদানি ফর্বসের ধনী ব্যক্তির তালিকায় দশম স্থানে নেমে যান। আপাতত তার মোট সম্পদ ৮৪ দশমিক ১ বিলিয়ন ডলার। 

তার ঠিক ওপরে, নবম স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও আদানির প্রতিদ্বন্দ্বী মুকেশ আম্বানি, যার সম্পদের পরিমাণ ৮৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। হিনডেনবার্গ প্রতিবেদন প্রকাশের আগে আদানি এ তালিকার তৃতীয় স্থানে ছিলেন।

ফ্রান্সের অন্যতম বড় জ্বালানি প্রতিষ্ঠান টোটাল ও আদানি গ্রুপের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আদানি টোটাল গ্যাস হিডেনবার্গ প্রতিবেদনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিষ্ঠানটি প্রায় ২৭ বিলিয়ন ডলার হারিয়েছে। আর, আদানি এন্টারপ্রাইজেস ৮ বিলিয়ন ডলারেরও বেশি খুইয়েছে।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads