ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

মোদীকে সফরের আমন্ত্রণ বাইডেনের

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৬:১১
মোদীকে সফরের আমন্ত্রণ বাইডেনের

গ্রীষ্মে আমেরিকা সফরের জন্য ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মোদী নীতিগতভাবে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। এখন দুই দেশের সরকারি কর্মকর্তারা মিলে সফরসূচি ঠিক করবেন।

ধারণা করা হচ্ছে জুন বা জুলাই মাসে মোদীর সফর হতে পারে। কারণ, সেসময় মোদীর কোনো আন্তর্জাতিক সফর নেই। আর একই সময়ে মার্কিন সেনেট ও হাউসেরও অধিবেশন চলবে।

মোদী মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারেন। হোয়াইট হাউসে তার সম্মানে নৈশভোজও দিতে পারেন বাইডেন।

সেপ্টেম্বরে ভারতে জি২০-র একগুচ্ছ বৈঠক আছে। জি২০ শীর্ষ বৈঠকে বাইডেনও থাকবেন।

জি২০ বৈঠক ছাড়াও মোদীর বছরের শেষে বেশ কিছু আন্তর্জাতিক সফর আছে এবং দেশেও তিনি বিধানসভা নির্বাচনের প্রচার নিয়ে ব্যস্ত থাকবেন।

ভারতের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, বাইডেন ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি চান। বিশেষ করে তিনি মনে করেন, বিশ্বের সামনে যে চ্যালেন্সগুলো এসেছে, তা মিলেমিশে ও আলোচনার ভিত্তিতে মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন: পাকিস্তানে আবারো জঙ্গি হামলা, থানা দখলের চেষ্টা

গত বছর মোদী টোকিওতে বলেছিলেন, ভারত ও আমেরিকার সম্পর্ক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। শান্তি ও স্থায়িত্বের জন্য এই সম্পর্ক বাড়িয়ে নিয়ে যেতে হবে।


একাত্তর/আরএ

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads