পাকিস্তানের অর্থনীতি এমনিতেই তলানিতে ঠেকেছে, এরমধ্যেই আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এতে পরিস্থিতি আর ভয়ানক হবার আশঙ্কা করা হচ্ছে।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় এবার লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম ৩৫ টাকা বাড়ালো পাকিস্তান সরকার। পেট্রোলের নতুন দাম ২৪৯.৮০ রুপি। আর ডিজেল ২৬২.৮০ টাকা।
শুধু পেট্রোল-ডিজেল নয়, একই সঙ্গে দাম বেড়েছে করোসিন এবং হালকা ডিজেলের। দুই ক্ষেত্রে লিটার প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ১৮ রুপি। এর ফলে লিটার প্রতি করোসিন এবং হাল্কা ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ১৮৯.৮৩ এবং ১৮৭ টাকা।
হঠাৎ করে পেট্রোল-ডিজেলের দাম বাড়ার তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এতে জনসাধারণের উপর বাড়তি চাপ তৈরি হবে।
সেই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক মূল্যবৃদ্ধি হবে বলে মনে করছেন তিনি। আর্থিক সংকট রুখতে বর্তমান সরকারের নীতিরও কড়া সমালোচনা করেছেন ইমরান খান।
এদিকে, আর্থিক পরিস্থিতি নিয়ে দারুণ বিপদতে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈদেশিক ঋণ ছাড়া এই কঠিন সময় থেকে বের হয়ে আসা কঠিন বলে মনে করছেন তিনি।
ঋণ পেতে বিশ্ব ব্যাংক যে শর্ত দিয়েছে, তা তেতো হলেও সরকার গিলতে প্রস্তুত বলে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। এর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটল পাকিস্তান সরকার।
বেহাল অর্থনীতি থেকে বাঁচতে শেষ চেষ্টা হিসেবে সরকারি কর্মচারিদের বেতনের ১০ শতাংশ কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফ সরকার। সেই সঙ্গে একাধিক মন্ত্রণালয় ও বিভাগে ব্যয় ১৫ শতাংশ কমানোর সুপারিশ করেছে সরকার নিযুক্ত কমিটি।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.