ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

একশ’ কোটি টাকায় ওটিটি প্লাটফর্মে ‘পাঠান’

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪০:২৩
একশ’ কোটি টাকায় ওটিটি প্লাটফর্মে ‘পাঠান’

রূপালী পর্দায় একের পর এক ঝড় তুলে এবার ওটিটি প্লাটফর্মে ফিরছে ‘পাঠান’। তীব্র লড়াইয়ের পর অ্যামাজন প্রাইম নাকি এই ব্লকবাস্টার মুক্তি দিতে চলছে বলে জানা গেছে। 

একশ’ কোটি টাকায় অ্যামাজন কিনেছে শাহরুখের এই হিট সিনেমাটি। যা ওটিটি ইতিহাসেও একটি নতুন রেকর্ড গড়েছে বলে জানাচ্ছে চলচ্চিত্রের পর্যবেক্ষকরা। 

বক্স অফিসে মাত্র ৭ দিনেই আয় করেছে ৬৫৪ কোটি টাকা। অল্প সময়ের মধ্যে আয়ের দিক থেকে সেরা ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে পাঠান সব রেকর্ড ভেঙে ফেলেছে।

সাতদিনে শুধুমাত্র ভারতে ছবিটির আয় ৩৯৫ কোটি রুপি। এছাড়া সারা বিশ্ব থেকে আয় করেছে আরও ২৩৯ কোটি রুপি। সব মিলিয়ে মোট ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। 

এক সপ্তাহের আয়ের নিরিখে সর্বকালের সেরা হিন্দি ছবি হয়ে উঠেছে ‘পাঠান’। সবচেয়ে দ্রুত এই ছবি পার করে ফেলেছে ৩০০ কোটির মাইলফলক।

পাঠান যশরাজ ব্যানারে তৈরি প্রথম ছবি যা প্রথম দিনে সর্বোচ্চ ব্যবসা করেছে। শাহরুখ খানের প্রথম ছবি, যা প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ভারতজুড়ে সাড়ে তিন হাজার পর্দায় মুক্তি পায়। এই প্রথম কোনও হিন্দি ছবি একসঙ্গে ১০০টি দেশে মুক্তি পেল। 

দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের প্রথম ছবি, যা মুক্তির দিন এবং তার পরের দিনে এত আয় করেছে। সাফল্যের এই ধারা আগামী সপ্তাহেও অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads