ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

'আয়রন ডোম' নিয়ে ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারী

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫২:২৯ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৫:১৪
'আয়রন ডোম' নিয়ে ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারী

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসবে 'আয়রন ডোম' পাঠাতে চায় ইসরাইল, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর তার এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো।

নেতানিয়াহুর বক্তব্যের জবাবে বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বলেছেন, যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে তাদেরকে বুঝতে হবে যে, রাশিয়ার সেনাদের দিকে তাক করা সমস্ত অস্ত্র আমরা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করব। নতুন যে অস্ত্রই দেয়া হোক না কেন তা যুদ্ধের বিস্তার ঘটাবে এবং সংকট বাড়িয়ে তুলবে। এ বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।

ইউক্রেনের পশ্চিমা অংশীদাররা কিয়েভকে অস্ত্র দিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলছে বলে মনে করেন তিনি। খবর দ্য মস্কো টাইমসের। 

এসময় ফ্রান্সের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ফরাসি প্রেসিডেন্ট কি সত্যিই নিশ্চিত যে, কিয়েভ সরকারকে যুদ্ধ অভিযান পরিচালনার জন্য ভারী অস্ত্র এবং বিমান সরবরাহ করা হলে পরিস্থিতি ভয়াবহ হবে না?

এসময় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁকে উপহাস করে তিনি বলেন, আমি বিশ্বাস করতে অস্বীকার করি যে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই ধরণের যুক্তি দ্বারা পরিচালিত হয়!

এর আগে গত মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইউক্রেনের কাছে 'আয়রন ডোম' পাঠানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। 

আরও পড়ুন: ইউক্রেনের খনিজ সম্পদের দখল চায় রাশিয়া ও পশ্চিমারা

উল্লেখ্য, রাফালে এডভান্সড ডিফেন্স সিস্টেম এবং ইসরাইল এরোস্পেস ইন্ডাসট্রিজ কর্তৃক প্রস্তুতকৃত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে, ইসরাইলি নাগরিক অধ্যুষিত এলাকাসমূহকে লক্ষ্য করে ৪ কিলোমিটার থেকে ৭০ কিলোমিটার দুরত্ব হতে নিক্ষিপ্ত, স্বল্প পাল্লার রকেট ও বোমাসমূহকে প্রতিরোধ ও ধ্বংস করতে পারে। 

ইসরাইল বলছে, ভবিষ্যতে এর প্রতিরোধ পাল্লা ৭৫ কিলোমিটার (৪৫ মাইল) থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করতে পারবে। 


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads