ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

চবি চারুকলা ইন্সটিটিউটের হলে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৩:৫৬
চবি চারুকলা ইন্সটিটিউটের হলে পুলিশের তল্লাশি

চট্টগ্রামে চারুকলা ইন্সটিটিউটের সমস্যা সামাধান না হওয়ায় এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাইরে চারুকলা ক্যাম্পাসে দেখা যায়নি শিক্ষক কিংবা প্রশাসনের কাউকে। পূর্ব ঘোষনা অনুযায়ী শিক্ষকরা আলোচনায় না বসলে, রোববার থেকে আমরণ অনশনে বসবার ঘোষণায় অনড় রয়েছে শিক্ষার্থীরা। 

এদিকে আন্দোলনকারীরা জানান, বুধবার রাতে ইন্সটিটিউটের হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই তল্লাশির নামে পুলিশ হয়রানি করছে বলেও তারা অভিযোগ করেন। তবে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বলেছেন, ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও বহিরাগতদের অবস্থান ঠেকাতেই এই তল্লাশি অভিযান।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটের দুই পাশের ফটকের তালা ভেঙে আনুমানিক ৫০ জন পুলিশ সদস্য ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশের সঙ্গে চবির প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া ও কয়েকজন সহকারী প্রক্টর ছিলেন। এরপর শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের প্রতিটি কক্ষ ও শিক্ষক ক্লাবে তল্লাশি চালিয়ে রাত ২টার দিকে তারা চলে যান।

ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় তল্লাশি চালাতে পারে৷ কিন্তু শিক্ষক ক্লাবে তল্লাশি ও ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবির আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন কেন নষ্ট করা হয়েছে তা তাদের কাছে বোধগম্য নয়।

ব্যানার-ফেস্টুন নষ্ট করার অভিযোগ অস্বীকার করে সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব বলেন, চারুকলার হোস্টেলে বহিরাগত কেউ থাকছেন- এমন খবরে আমরা তল্লাশি চালিয়েছিলাম৷ কিন্তু সেখানে বহিরাগত কাউকে পাওয়া যায়নি। তবে হোস্টেলের মূল ফটকের বাইরে একজন বহিরাগত মুঠোফোনে ভিডিও করছিলেন। তার মুঠোফোন জব্দ করা হয়েছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭০ সালে। ২০১০ সালে নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক হয়ে গঠিত হয় চারুকলা ইনস্টিটিউট। 

ইনস্টিটিউটের অবস্থান বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে, নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে। বর্তমানে ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা ৩৫৩ জন। তাদের মধ্যে ১৭৯ জন নারী শিক্ষার্থী ও ১৭৪ জন পুরুষ শিক্ষার্থী রয়েছেন।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads