রাজধানীর ভাটারার সাঈদ নগরে একটি ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে তাদের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে ওই দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, আব্দুল মজিদ শিকদার (৭০) ও তার স্ত্রীর তাসলিমা বেগম (৫০)।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজন বলেন, সকালে ওই ভবনের একটি ফ্ল্যাটে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
উপ-পরিদর্শক জানান, ওই ফ্ল্যাটে স্বামী-স্ত্রী দু’জনই থাকতেন। পুলিশের ধারণা- সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে জমে ছিলো। সকালে চুলা ধরানোর সময় আগুন লাগে।
আরও পড়ুন: ঢামেকে প্রতিবন্ধী শিশুকে ফেলে গেল স্বজন
এদিকে ঘটনায় মৃত দম্পতির ভাতিজা মোরশেদ আলম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.