ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

মুন্সীগঞ্জে পশুখাদ্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৬:৪৪
মুন্সীগঞ্জে পশুখাদ্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক খৈল-ভুসি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার যশুরগাঁও এলাকায় বাড়ির পাশ থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত সত্য রঞ্জন দত্ত শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই। তিনি তিন কন্যা সন্তানের জনক।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে খৈল-ভুসির ব্যবসা করতেন সত্যরঞ্জন দত্ত। প্রতিদিন তিনি সন্ধ্যায় বাড়িতে চলে যান। কিন্তু বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায় সত্য রঞ্জনকে। এসময় স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

আরও পড়ুন: বঙ্গবন্ধু সাফারি পার্কে সিংহের মৃত্যু

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। তার বুকে তিনটি ও পিঠের ডান ও বাম পাশে দুইটিসহ মোট পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন তার দেহে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads