ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

বাঘাইছড়িতে দুই চোরাই মেশিনসহ একজন আটক

নিজস্ব সংবাদদাতা, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২১:১৬
বাঘাইছড়িতে দুই চোরাই মেশিনসহ একজন আটক

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কৃষকের জমি থেকে খোয়া যাওয়া দুইটি মেশিনসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্ব লাইল্যাঘোনা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মেশিনসহ তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটক তরুণ ফারুক হোসেন (২৩) ওই এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন থেকে একটি সংঘবদ্ধ চোর চক্র মাঠে কৃষকের জমি থেকে কৃষকের মেশিন ও অটোরিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর নজরদারি বাড়িয়ে চোরচক্রটি ধরতে তৎপর হয় পুলিশ। গতরাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফসলের মাঠ থেকে কৃষকের খোয়া যাওয়া দুইটি চোরাই শ্যালো মেশিনসহ আটক করা হয়েছে। 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গত ২৩ জানুয়ারি এলাকার একজন দরিদ্র কৃষক আব্দুর রশিদ থানায় হাজির হয়ে কৃষিজমি থেকে তার ৩৫ হাজার টাকা মূল্যের একটি মেশিন খোয়া যাওয়ায় অজ্ঞাত চারজনকে বিবাদি করে একটি অভিযোগ দায়ের করেন। এরপর মেশিন উদ্ধার ও চোর চক্রটিকে আটকের জন্য নজরদারি বাড়ায় পুলিশ। এরপর গতরাতে অভিযান চালিয়ে চোরাই মেশিনসহ একজনকে আটক করা হয়। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পশুখাদ্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে প্রকৃত মালিককে মেশিন হস্তান্তর করা হবে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads