ঢাকা ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৯:১৩ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৫:৩০
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় এক তরুণী কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জানা গেছে, নিহত তরুণী সাদিয়া সুলতানা তৃষা (১৮) শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাইমের মেয়ে এবং পৌর ডিগ্রী কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। 

নিহতের পরিবার ও পুলিশ জানায়, তৃষা সকাল সাড়ে আটটার দিকে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হন। দুপুরে শহরের শিমরাইলকান্দি ও কলেজপাড়ার মাঝামাঝি রেললাইনে তাকে অচেতন অবস্থায় পেয়ে স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে শহরের একটি স্পেশালাইজড হাসপাতালে প্রেরণ করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: সাজা শেষে ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি নারী

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান,  নিহত তরুণীর শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। হাসপাতালে কিছু সময়ের জন্যে তার জ্ঞান ফিরলে তিনি বিষ খেয়েছিলেন বলে জানিয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads