ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

বাংলাদেশ সফরে আসছেন না ইংলিশ তারকারা

পার্থ বণিক, একাত্তর
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪২:২৫ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৭:০১
বাংলাদেশ সফরে আসছেন না ইংলিশ তারকারা

বাংলাদেশ সফরে ইংলিশ ক্রিকেটারদের রাজ্যের অনীহা। সাত বছর পর সফর, তবুও আসতে নারাজ একঝাঁক তারকা। প্রথম সারির ক্রিকেটারদের বেশিরভাগই আসতে নারাজ।

এই পরিস্থিতিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য ইসিবি ঘোষণা করেছেন ১৮ সদস্যের দল। নাম নেই বেন স্টোকস, হ্যারি ব্রুক, অ্যালেক্স হেলসসহ প্রথম সারির অনেকের। 

আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের ৩৭ বছরের পথচলা, বড় দলগুলোর বাংলাদেশ সফরে যতো অনীহা। এফটিপিতে দফায় দফায় পরিবর্তন, বাংলাদেশে খেলা মানেই যেন অলাভজনক।

২০২১ সালের  নির্ধারিত সফর। ইংল্যান্ড অবশেষে খেলতে আসছে দেড় বছর পর। তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য ইসিবি ঘোষণা করেছে ১৮ জনের বহর। 

দুই ফরম্যাটে জশ বাটলারের নেতৃত্বে ১৫ সদস্যের আলাদা দল। নতুন মুখ টম অ্যাবেল আর রেহান আহমেদ।

টি-টোয়েন্টির বড় নাম স্টোকস। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকা আগ্রহ দেখাননি বাংলাদেশে সফরে। না আসার লিস্টে আরেক বড় নাম অ্যালেক্স হেলস। 

দুবাইয়ে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত ইংলিশ ওপেনার বাংলাদেশ সফরে অনিচ্ছুক।

একইভাবে টপ অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুক, পেসার ডেভিড উইলি, ওলি স্টোন, টাইমাল মিলসও নেই বাংলাদেশ সিরিজে।

এখন পর্যন্ত তিনবার বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। ২০০৩, ২০১০ আর ২০১৬-প্রতিবারই দুই টেস্ট আর তিনটা ওয়ানডে খেলে গেছে থ্রি লায়নরা। 

অবাক করার তথ্য হলো, এখন পর্যন্ত দুই দল টি-টোয়েন্টিতে কোন দ্বিপাক্ষিক সিরিজই খেলেনি। শর্টার ফরম্যাটে দুই দলের যে একমাত্র সাক্ষাৎ, তাও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সাত বছর পর ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে ঢাকায় শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। শেষবার টেস্ট হারের স্বাদ দেয়া থ্রি লায়নদের ওয়ানডে আর টি-টোয়েন্টিতেও হারাবার বড় সুযোগ এবার। 

আরও পড়ুন: ২০২৭ এশিয়ান কাপ ফুটবলের আসর বসছে সৌদি আরবে

ইংল্যান্ডের ঘোষিত ওয়ানডে দলে আছেন- জশ বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফ্রা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

আর জশ বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি দলে টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জোফ্রা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্দান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস এবং মার্ক উড ঠাঁই পেয়েছেন।



একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads