ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

পরীমনির ছেলের মুখেভাতে সোনার চামচ-বাটি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৭:২৪
পরীমনির ছেলের মুখেভাতে সোনার চামচ-বাটি

আগামী ১০ ফেব্রুয়ারি তারকা দম্পতি রাজ ও পরীমনির সন্তান রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হবে। ওই দিনই রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে। তবে সেটি যেনতেনভাবে নয়, একেবারেই সোনার বাটি ও চামচে করে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরীমনি তার ফেসবুকে পেজে সেই চামচ-বাটির ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন।’ 

পোস্টের আরেকটি অংশে পরী জানিয়েছেন, সোনার বাটি, চামচের এই আয়োজন করেছেন রাজ। ভক্তদের উদ্দেশে পরী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের–বাবার কাণ্ড। সুন্দর না?’

একমাত্র ছেলের জন্য বাবার এই আয়োজন দেখে কেউ আদিখ্যেতা করলে কিছু করার নেই এই তারকা দম্পতির। তবে এতে অবশ্য ভালো লাগবে অভিনেত্রীর, সেটাও জানিয়েছেন তিনি। বলেন, এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। গত বছরে ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন রাজ-পরী।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads