রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সপুরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিস্কুট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালিক আবদুল্লাহসহ চারজনকে আটক করেছে।
নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন রাজু (৪২) ও রেজাউল করিম ওরফে আতাউর (৪৫)।
অন্যদিকে আটক ব্যক্তিরা হলেন মো. আবদুল্লাহ, মাসুম রেজা, মো. ইমরান ও মঈন উদ্দিন রিয়াল।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সপুরা বিসিক শিল্প নগরীর এলাকায় থাকা বিশাল বিস্কুট ফ্যাক্টরির সামনে একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ওই দুই শ্রমিক।
কাজ করার সময় বাড়ির মালিকের ঘর থেকে চার লাখ টাকা চুরির সন্দেহে ওই দুজনকে বেঁধে বেদম পেটানো হয়। পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: নাটোরে নিপাহ ভাইরাসে স্কুলছাত্রের মৃত্যু
গুরুতর আহত অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে বোয়ালিয়া থানা পুলিশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.