ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর এখন ববি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৭:১৮ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৯:০২
পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর এখন ববি

পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ৩০ বছর বয়সী পর্তুগিজ কুকুর ববি। 

ববি হলো বিশুদ্ধ রাফেইরো দো আলেন্তেহো জাতের একটি কুকুর। এই জাতের কুকুরের গড় আয়ু হয়ে থাকে ১২ থেকে ১৪ বছর। তবে বুধবার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত ববির বয়স ছিল ৩০ বছর ২২৬ দিন।

২৩ বছর বয়সী স্পাইক দ্য চিহুয়াহুয়াকে সবচেয়ে বয়স্ক জীবন্ত কুকুরের স্বীকৃতি দেয়ার দুই সপ্তাহ পরেই এই রেকর্ড নিজের করে নিলো ববি। 

এর আগে সবচেয়ে বয়স্ক কুকুরটি ছিল অস্ট্রেলিয়ার ব্লুই, যে ১৯৩৯ সালে ২৯ বছর পাঁচ মাস বয়সে মারা যায়। 

ববির বয়স পর্তুগিজ সরকারের পোষ্য ডাটাবেস দ্বারা যাচাই করা হয়েছে, যা ন্যাশনাল ইউনিয়ন অফ ভেটেরিনারিয়ান দ্বারা পরিচালিত হয় বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। 

পর্তুগালের পশ্চিম উপকূলের কাছে কনকিউইরোস গ্রামে কোস্টা পরিবারের সাথে তার পুরো জীবন কাটিয়েছে ববি। 

ববির মালিক লিওনেল কস্তা জানিয়েছেন, তার বাবা-মায়ের অনেকগুলো পোষা প্রাণী ছিল এবং জন্মের পর ববির দুই ভাইবোনকে মেরে ফেলতে হয়েছিলো, তবে ববি তখন পালিয়ে যায়। 

লিওনেল ও তার ভাইয়েরা ববির অস্তিত্ব তাদের বাবা-মায়ের কাছ থেকে গোপন রেখেছিলেন যতক্ষণ না সে শেষ পর্যন্ত আবিষ্কৃত হয়। এক পর্যায়ে সে তাদের পরিবারের অংশ হয়ে ওঠে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর বেলুনের নজরদারির অভিযোগ

২০১৮ সালে শ্বাসকষ্টের কারণে ববিকে একবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিলো। এছাড়া সে তুলনামূলকভাবে নির্ঝঞ্ঝাট জীবন কাটিয়েছে।

লিওনেল বিশ্বাস করেন যে ববির দীর্ঘায়ুর রহস্য হল 'শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশে' বাস করা। তবে দীর্ঘায়ু তার রক্তেও থাকতে পারে, কেননা তার মা ১৮ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads