জার্মানির পশ্চিমাঞ্চলের একটি শহরে ট্রেনের ধাক্কায় এক শিশু নিহত ও আরও এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশু দুইটিকে ধাক্কা দেয়ার পর ট্রেনটি তাদের কয়েকশ' গজ হিঁচড়ে নিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ডয়চে ভেলে জানিয়েছে, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে রেকলিংহাউজেন শহরে একটি মালবাহী ট্রেন ১০ ও ৯ বছর বয়সী ওই দুই শিশুকে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্য কোনও শিশু আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ তারা এখন পর্যন্ত পাননি।
ফায়ার ব্রিগেড জানিয়েছে, ৩৫ জন দমকলকর্মী এবং উদ্ধারকর্মী ঘটনাস্থলে ছিলেন। অন্ধকারে সম্ভাব্য ভুক্তভোগীদের খুঁজে পেতে তারা থার্মাল ইমেজিং ক্যামেরাসহ একটি ড্রোন ব্যবহার করেন।
আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর এখন ববি
নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রিউল বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ৯ বছরের ছেলেটি বেঁচে থাকার জন্য লড়াই করছে।
রিউল বলেন, 'এখানে যা ঘটেছে তা স্রেফ ভয়ঙ্কর। পিতামাতারা এই দুর্ভাগ্য কাটিয়ে ওঠার শক্তি পাবেন সেই আশা করা ছাড়া আর কিছু করার নেই'।
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.