ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

সম্মেলনে বসছে ইইউ ও ইউক্রেন, দ্রুত সদস্যপদের আশা নেই

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৪:৪৭
সম্মেলনে বসছে ইইউ ও ইউক্রেন, দ্রুত সদস্যপদের আশা নেই

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করতে কিয়েভে পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা। তবে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের দ্রুত অন্তর্ভুক্তির আশা সম্ভবত ভঙ্গ হবে বলে ধারণা করা হচ্ছে। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ট্রেনে করে কিয়েভে পৌঁছান ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন। আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আগ্রাসনের বর্ষপূর্তির আগে এই সফরকে প্রতীকীভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

কিয়েভে পৌঁছে ইউরোপীয় কমিশনের জ্যেষ্ঠ নেতারা ইউক্রেনীয় মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে আলোচনায় বসবেন ফন ডার লিয়েন। 

জেলেনস্কি ইইউ'র প্রতি রাশিয়ার বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। তবে ব্লকটি বার্ষিকীর জন্য যে নতুন নিষেধাজ্ঞাগুলো প্রস্তুত করছে তা তার সরকারের দাবি পূরণের জন্য যথেষ্ট নয়। 

বৃহস্পতিবারের আলোচনার ব্যাপারে জেলেনস্কি বলেন, আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছেছি আর তা হলো- শুধুমাত্র একসাথে আমরা মূল্যবান জীবন রক্ষা করতে পারি। আমাদের একতা বাধা এবং হুমকি উপেক্ষা করে আমাদের জনগণকে লড়াই করার জন্য শক্তি এবং প্রেরণা জোগায়। 

যদিও ইইউ ইউক্রেনকে সমর্থন করে এবং সেখানে গণতান্ত্রিক ও অর্থনৈতিক সংস্কারকে সমর্থন করে, যুদ্ধে থাকাকালীন ইউক্রেনকে দ্রুত সদস্যপদ দিতে নারাজ তারা। 

সদস্যপদ পেতে ইউক্রেনকে একাধিক শর্ত দিয়েছে ইইউ, যার মধ্যে রয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা থেকে শুরু করে ইইউ'র বিভিন্ন আইন গ্রহণ। এই প্রক্রিয়ায় কয়েক বছর লেগে যেতে পারে। 

একজন ইইউ কর্মকর্তা বলেছেন, 'কেউ কেউ চূড়ান্ত পরিণতি সম্পর্কে অনুমান করতে চাইতে পারে কিন্তু সহজ সত্য হল যে আমরা এখনও সেখানে পৌঁছাইনি'। 

আরও পড়ুন: জার্মানিতে দুই শিশুকে হিঁচড়ে নিয়ে গেলো ট্রেন

আনুষ্ঠানিকভাবে আবেদন করার এক দশক পরে ২০১৩ সালে ইইউতে যোগদানকারী সর্বশেষ দেশটি ছিল ক্রোয়েশিয়া। ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড ২০০৪ সালে যোগদান করে, যাতে তার সময় লাগে ২০ বছর।

ইউক্রেন রাশিয়া কর্তৃক আক্রান্ত হওয়ার পরপরই যোগদানের জন্য আবেদন করে এবং জুন মাসে ইইউ থেকে আনুষ্ঠানিক প্রার্থীর মর্যাদা পায়।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads