নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আঁখি আক্তার (৩২) পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো. ইব্রাহীম মিয়ার মেয়ে।
অভিযুক্ত সাইদুল ইসলাম (৩৬) একই ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুধার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
নিহতের স্বজনরা জানান, ১৫ বছর আগে সাইদুল ইসলামের সঙ্গে আঁখির পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে দুই ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই সাইদুল নানা অজুহাতে তার স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ পরিবারের। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০টায় তিনি আঁখিকে নির্যাতন ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
আরও পড়ুন: চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক চার
পরে স্বজনরা আঁখিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটকের জন্য অভিযান চলছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.