কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকায় এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত নিশাত আহমেদের (১৯) গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিনি একটি আন্তর্জাতিক এনজিওতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
ভাড়া বাসার মালিক গফুর সওদাগর জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বাসার দ্বিতীয় তলায় নিশাতের রুমে যান অন্যান্য মেয়েরা।
অন্য দিনের মতো তার দরজা বন্ধ থাকলেও ধাক্কা দিতেই দরজা খুলে যায়। এরপর মেয়েরা নিশাতের ঝুলন্ত দেহ দেখতে পেলে ট্রিপল নাইনে ফোন করা হয়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে গৃহবধূকে হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ
ঘটনাস্থলে থাকা কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার উদ্দিন জানান, ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীর ঝুলন্ত মরদেহ পায়।
পরে মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.