বাংলাদেশে ১৫ লাখের মতো মানুষ ক্যান্সারের জীবাণু বয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া প্রতিবছর দেড় লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে ১ লাখ ৮ হাজারই মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে মোট মৃত্যুর ৬৭ শতাংশ মানুষ মত্যুবরণ করেন ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবসে জনসচেতনতামূলক অনুষ্ঠানে বক্তরা এ কথা বলেন। ‘ক্যান্সার রোগীর চিকিৎসায় ও যত্নে ঘাটতি অতিক্রম করতে হবে’ এই স্লোগানে আয়োজিত ক্যান্সার দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন।
তিনি বলেন, চট্টগ্রামে এখনো পরিপূর্ণ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গড়ে উঠেনি, তাই আমাদেরকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই লক্ষে আমরা ভারতের স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালের সঙ্গে যৌথভাবে কাজ করছি। আমাদের পরিকল্পনা রয়েছে চট্টগ্রামে বিশ্ব মানের ক্যান্সার চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করার।
একাত্তর/এআর
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.