ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

নেইমার-এমবাপেহীন ম্যাচে মেসির গোলে পিএসজির জয়

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৩:২৯
নেইমার-এমবাপেহীন ম্যাচে মেসির গোলে পিএসজির জয়

ফ্রেঞ্চ লীগ ওয়ানে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোলে তুলুজকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। এর ফলে টানা দুই ম্যাচ জিতে লীগের শীর্ষস্থান মজবুত করল তারা। 

শনিবার (৪ জানুয়ারি) রাতে পার্ক দে প্রিন্সেসে পিএসজির হয়ে নামেননি নেইমার, এমবাপ্পে ও রামোসদের মত তারকারা। তাই মূল দায়িত্ব ছিল মেসির কাঁধেই।

তবে শুরুতেই পিছিয়ে পড়ে ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। ম্যাচের ২০ মিনিটে ডাচ মিডফিল্ডার ব্রাঙ্কো ফন ডেন বুমেনের গোলে এগিয়ে যায় তুলুজ। 

প্রথমার্ধের শেষদিকে তাদেরকে সমতায় ফেরান মরোক্কান ডিফেন্ডার আশরাফি হাকিমি। আর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জয়সূচক গোলটি আসে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির পা থেকে।

৫৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে তুলুজের গোলরক্ষকে পরাস্ত করেন আর্জেন্টাইন জাদুকর। এবারের লিগে এটি মেসির দশম গোল। সব টুর্নামেন্ট মিলিয়ে এবার পিএসজির জার্সিতে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৫টি। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দুই দলই পায় গোলের সুযোগ। তৃতীয় মিনিটে দোন্নারুমা ফিরিয়ে দেন অ্যান্থনি রুয়োর নিচু শট। পরের মিনিটে মেসি হন দুর্ভাগ্যের শিকার। তার শট লাগে পোস্টে।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ও ফরাসি স্ট্রাইকার এমবাপের পাশাপাশি চোটের কারণে খেলতে পারেননি স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। ম্যাচের ১৪তম মিনিটে আরেক ধাক্কা খায় পিএসজি। চোট পেয়ে মিডফিল্ডার রেনাতো সানচেজকে মাঠ ছাড়তে হয়।

এই জয়ের মধ্য দিয়ে ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads