পিরোজপুর সদর উপজেলায় নিজ বসতঘরে লাগা আগুনে পুড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সোহেল হাওলাদার (২৮) পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার নজরুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতের বড় ভাই নাসির উদ্দিন জানান, ভোর রাতের দিকে তার স্ত্রী তাকে ঘুম থেকে ডেকে জানান ঘরের পাশেই তার ভাই সোহেলের ঘরে আগুন লেগেছে। পরে তিনি চিৎকার দিলে পরিবারের সদস্যসহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন।
তবে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেও তারা ঘুমন্ত সোহেলকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভালে ঘরের ভিতর থেকে মৃত অবস্থায় সোহেলকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিদ্যুৎ বিল নিয়ে তর্কে ভবন মালিকের গুলি, আহত পাঁচ
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুর রশিদ হক জানান, স্থানীয়ভাবে খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতরে থাকা একজনের মৃত্যু হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের চুলা থেকে আগুনের উৎপত্তি হয়েছে।
একাত্তর/এসজে
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.