ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে হারলো সিটি

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪২:১২
 হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে হারলো সিটি

হ্যারি কেইনের রেকর্ড গড়া গোলে হারলো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের কাছে ১-০ গোলে হেরেছে সিটিজেনরা।

ম্যাচ শুরুর ১৫ মিনিটেই স্পারদের লিড এনে দেন হ্যারি কেইন। টটেনহ্যামের জার্সিতে ২৬৭ গোল করে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়লেন কেইন। 

জয়সূচক গোলে দারুণ একটা মাইলফলক ছুঁয়েছেন কেন। লিগে এটা ছিল কেনের ২০০ তম গোল। ইংলিশ লিগে তারচেয়ে বেশি গোল আছে কেবল দুজনের। 

২০৮ গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। সর্বোচ্চ ২৬০টি গোল আছে ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার। তাদের টপকে যাওয়া কেনের জন্য শুধুই সময়ের অপেক্ষা।

কিন্তু ম্যাচটা ১১ জনের দল নিয়ে শেষ করতে পারেনি স্বাগতিকরা। ৮৭ মিনিটে দ্বিতীয় হালুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন ক্রিশ্চিয়ান রোমেরো।

লিগের চলতি মৌসুমে এটা তৃতীয় হার সিটির। এই হারের পরও পয়েন্ট তালিকার দুইয়ে থাকল পেপ গার্দিওলার দল। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট সিটির। টটেনহাম আছে পাঁচে। 

এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৪২ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। ৪০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল ইউনাইটেড। 

প্রথমার্ধের শেষ সময়ে সহজ সুযোগ মিস করে ম্যান সিটি। ক্রসবারে লেগে ফিরে আসে রিয়াদ মহারেজের একটি শট। আর তাতেই সমতায় ফেরা হয় না সিটিজেনদের। 

দ্বিতীয়ার্ধে আধিপত্য দেখায় ম্যানসিটি। তবে গোলের দেখা পায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। এই নিয়ে টটেনহ্যামের কাছে টানা চারটি অ্যাওয়ে লিগ ম্যাচে হারল ম্যানচেস্টার সিটি।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads