ঢাকা ০৫ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

ফারদিন হত্যা: বুশরার ঘাড় থেকে দায় নামালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৬:০৮ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩১:৪৯
ফারদিন হত্যা: বুশরার ঘাড় থেকে দায় নামালো পুলিশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রতিবেদনে ফরাদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) রামপুরা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। 

তিনি জানিয়েছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের সাত নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে  ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। ফারদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফারদিনের মৃত্যুর ঘটনায় গত ১০ নভেম্বর আমাতুল্লাহ বুশরার নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে ফারদিনের বাবা নূর উদ্দিন মামলা দায়ের করেন। একইদিনে বুশরাকে গ্রেপ্তার করা হয়।


পরে চলতি বছরের আট জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৭ এর বিচারক তেহসিন ইফতেখার বাদী ও আসামিপক্ষের পক্ষ থেকে সংক্ষিপ্ত শুনানি শেষে বুশরার জামিন দেন। এর মধ্য দিয়ে শেষ হয় বুশারার ৫৯ দিন কারাবাসের।

আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক বিক্রিতে জরিমানাসহ কড়াকড়ি আরোপ

গত ১৫ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছিলেন, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুতে তার বান্ধবী আমাতুল বুশরার কোনো সংশ্লিষ্টতা নেই। মামলার অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করা হবে বলেও জানিছিলেন তিনি। 


একাত্তর/এসি


মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads