ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

ঠাকুরগাঁয়ে প্রতিমা ভাঙচুরে দোষীদের বিচার দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২০:২৭
ঠাকুরগাঁয়ে প্রতিমা ভাঙচুরে দোষীদের বিচার দাবি ফখরুলের

ঠাকুরগাঁওর বালিয়াডাঙ্গী উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে বিচারের দাবি জানিয়েছেন। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

এই ঘটনাকে পরিকল্পিত এবং কলঙ্কজনক উল্লেখ করে ফখরুল বলেন, এর নিন্দা জানানোর ভাষা নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত। হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির, প্রতিমা ভাঙচুর করে যারা সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তারা নরকের কীট। আর সরকারও এর দায় এড়াতে পারেনা।

তিনি আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষন করে বলেন, বালিয়ডাঙ্গির ঘটনার সঙ্গে কারা জড়িত, নিরপেক্ষ তদন্ত করে তা খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। 

একই সঙ্গে এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসায় নিরীহ মানুষকে যেন হয়রানি না করা হয় সে দিকে প্রশাসনকে সতর্ক থাকার আহবানও জানান ফখরুল।

তিনি বলেন, এর আগেও বালিয়াডাঙ্গীতে ক্ষমতাসীন দলের এমপি, পরিবারের সদস্য এবং তার অনুগতরা শুধু হিন্দু সম্প্রদায়ের জমি দখলই নয়, হামলা ও ভয় দেখিয়েছে। তখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক বিক্রিতে জরিমানাসহ কড়াকড়ি আরোপ

অবিলম্বে সরকারি খরচে প্রয়োজনীয় সংস্কারসহ মন্দির পুণঃনির্মাণ করার দাবিও জানান বিএনপি মহাসচিব। 

হামলার শিকার মন্দিরগুলো সড়কের পাশে অবস্থিত। তাই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ফখরুল।

উল্লেখ্য, গত শনিবার রাত থেকে রোববার ভোর রাত পর্যন্ত জেলার বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১৪টি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। 


একাত্তর/এসি

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads