ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

তুরস্ক ও সিরিয়ায় যাচ্ছে জাতিসংঘের উদ্ধারকারী দল

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৫:৪৫ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৮:২৮
তুরস্ক ও সিরিয়ায় যাচ্ছে জাতিসংঘের উদ্ধারকারী দল

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তের কাছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এরইমধ্যে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে সাড়ে ৫০০০ মানুষ। অন্যদিকে অনেকেই আটকা পড়েছেন ধ্বংসস্তূপের নিচে। এখনও চলছে উদ্ধার অভিযান। 

এ পরিস্থিতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ইউএনওসিএইচএ) জানিয়েছে, তাদের উদ্ধার ও সেবা বিষয়ক জরুরি দলগুলো তুরস্ক ও সিরিয়ায় কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, তীব্র শীতের মধ্যে তুরস্ক ও সিরিয়ায় এ বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানায় আমরা হতবাক।

সংস্থাটি আরও জানায়, তাদের উদ্ধারকারী দলগুলো ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে এবং ঘটনাস্থলে মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, আমি তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পের খবরে গভীরভাবে শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।

দেশ দু'টিতে জরুরি প্রতিক্রিয়া প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। 

এর আগে তুরস্ক ও সিরিয়াতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবরে শোক ও উদ্বেগ জানিয়েছেন বিশ্বনেতারা। পাশপাশি সহায়তার প্রস্তাব দিয়েছেন তারা।

সোমবার ভোরে হওয়া ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত শুধু তুরস্কেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। অন্যদিকে সিরিয়াতেও বাড়ছে মৃতের সংখ্যা। সংশ্লিষ্টদের শঙ্কা, এ সংখ্যা কয়েক হাজারে পৌঁছাতে পারে। 

অন্যদিকে আহতের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। তাদের অনেকেরই অবস্থা গুরুতর। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন অনেকে। এরইমধ্যে বিশ্বে একাধিক সংস্থা উদ্ধারকাজে অংশ নিয়েছে। 


একাত্তর/আরবিএস

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads