নোয়াখালীতে বেকারি পণ্যে কাপড়ের রঙ ব্যবহার করায় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার ফেনী রোড পূর্ব বাজার এলাকায় মধুকুল বেকারিকে এ জরিমানা করা হয়।
জানা যায়, গোপন খবরে ওই বেকারিতে অভিযান চালায় ভোক্তা অধিকার।অভিযানে পণ্যে কাপড়ে ব্যবহার করার রঙের বিষয়টি নিশ্চিত হয়। এসময় জরিমানাসহ ভবিষ্যতের এমন কাজ না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: অ্যান্টিবায়োটিক বিক্রিতে জরিমানাসহ কড়াকড়ি আরোপ
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.