রাজবাড়ীতে ছয় মাস বয়সের একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ শিশুটির মা, বাবা, দাদা, দাদীকে জিজ্ঞাসাবাদ করছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার নিজ বাড়ির শোবার ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির নাম আব্দুল্লাহ। সে ওই এলাকার আলামিনের ছেলে।
বাবা আলামিন বলেন, স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ ছিলো। যৌতুক সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলাও চলছে। এছাড়া স্ত্রী প্রায়ই সন্তানকে রেখে বাবার বাড়ি চলে যেতো। তার দাবি, ছেলেকে তার মা মিম হত্যা করেছে।
আরও পড়ুন: তিন বাঘ চান্দেশ্বর অফিস ছেড়ে গেলেও আতঙ্ক কাটেনি
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া তথ্যে পুলিশ শিশুটির মরদেহটি উদ্ধার করেছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে অভিযোগ উঠেছে শিশুটির মা গলাটিপে হত্যা করেছে। তাই মা মিম, পিতা আলামিন, দাদা হাবিবর ও দাদীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.