অবশেষে জানা গেলো সম্প্রতি নেপালে ইয়েতি এয়ারলাইন্স সংস্থার একটি উড়োজাহাজ বিধ্বস্তের কারণ। ওই দুর্ঘটনা তদন্তে গঠিত তদন্ত কমিটি জানিয়েছে ইঞ্জিনে গোলযোগের কারণেই গত ১৫ জানুয়ারি ভেঙে পড়েছিলো ভাগ্যহত সেই যাত্রীবাহী উড়োজাহাজটি।
তদন্ত কমিটি জানিয়েছে, এটিআর-৭২ বিমানটির ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারের নথি বলছে ইঞ্জিনের সমস্যা ছিল। ইয়েতি এয়ারলাইন্সের সেই উড়োজাহাজের ব্ল্যাক বক্স পরীক্ষা করে এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা।
গত ১৫ জানুয়ারি কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার পথে ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের সেই উড়োজাহাজটি। উড্ডয়নের ২০ মিনিট পর হয় দুর্ঘটনা। অবতরণের ১০ সেকেন্ড আগে সেতি নদীর ধারে একটি খাদে পড়ে যায় উড়োজাহাজটি।
ওই দুর্ঘটনায় একজন যাত্রীও বাঁচেননি। মৃত্যু হয়েছে ৭২ জনের। ৬৮ জন যাত্রীর মধ্যে পাঁচ জন ভারতীয়, চার জন রুশ, এক জন আয়ারল্যান্ডের বাসিন্দা। বিশেষ কমিটি গঠন করে দুর্ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ৪৫ দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা করতে বলা হয়।
দুর্ঘটনার পরের দিনই উদ্ধার হয় ফ্লাইটির ব্ল্যাক বক্স। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। যদিও পরে নেপালের উড়োজাহাজ পরিবহণ মন্ত্রণালয় জানায়, আকাশ পরিষ্কারই ছিলো। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি ভেঙে পড়েছিল।
একাত্তর/এসি
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.