ক্যানভাস এবং তুলিতে শিল্পীরা গুণগান করেছে প্রেমের। যুগলরা জড়িয়ে ধরে তাদের প্রিয় মুহূর্তগুলো উপভোগ করেন যা থেকে শিল্পীরা তুলে বন্দী করার চেষ্টা করেছেন।
ছবিগুলোর বিশেষত্ব হলো বছরের যেকোনো সময়ে রোম্যান্সের অনুভূতি জাগিয়ে তুলতে পারে এরা। খবর সিএনএনের।
ভালোবাসা দিবস এসব ছবি দেখার অন্যতম উপযুক্ত সময়।
এগুলো একইসাথে কামোত্তেজক এবং কোমল। এমনি দশটি ছবি থাকছে এ প্রতিবেদনে।
প্রসঙ্গত, ভ্যালেন্টাইন্স ডে- ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসার দিবস। প্রিয়জনকে ভালোবাসার কথা জানাতে এই দিনটির কোন বিকল্প হয় না, এমনটা মনে করেন অনেকেই। তবে, ভালবাসার আলাদা কোনো দিন হয় না, সব দিনই ভালবাসার- এমনটাই মনে করেন বেশিরভাগ মানুষ।
আবার নতুন নতুন ভালোবাসার আটকে পড়া যুগলের কাছে ভ্যালেন্টাইন্স ডে’র আবেদনই যেন আলাদা। দিনটির জন্য তাদের প্রস্তুতি শুরু হয়ে যায় সপ্তাহখানেক আগেই।
প্রথম দিন গোলাপ দিয়ে, পরের দিন প্রেমের প্রস্তাব দিয়ে, তৃতীয় দিন চকোলেট আর চতুর্থ দিন টেডি হাতে, পঞ্চম দিন পাশে থাকার অঙ্গীকার করে, ষষ্ঠ দিন একে অপরকে জড়িয়ে, শেষ দিন চুম্বন দিয়ে অনেক অপেক্ষার ‘ভ্যালেন্টাইন্স ডে’ উদযাপনের শিহরণই অন্যরকম।
আরও পড়ুন: ভালোবাসার লাল রংয়ের পেছনে রক্তাক্ত ইতিহাস!
এই দিনটিতে লাল রঙের পোশাক, লাল গোলাপ, লাল বেলুন হাতে নগরের অলিগলিতে ভিড় জমতে থাকে যুগলদের। দিন জুড়ে চলে দেদার ঘোরাফেরা। আর খাওয়া-দাওয়া। যুগলের কাছে তাই দিনটি যেন বছরের সেরা দিন। একে অপরের কাছে বিলিয়ে দেয়ার দিন।
একাত্তর/আরএ
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.