ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

নগরীতে দৃষ্টিদূষণ বন্ধে প্রতি ওয়ার্ডে পোস্টার স্ট্যান্ড

মনির মিল্লাত, একাত্তর
প্রকাশ: ১২ মার্চ ২০২৩ ১৩:০৫:৫৩ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ১৫:৩৫:০৯
নগরীতে দৃষ্টিদূষণ বন্ধে প্রতি ওয়ার্ডে পোস্টার স্ট্যান্ড

রাজধানীর যত্রতত্র পোষ্টার ও দেয়াল লিখন ঠেকাতে ওয়ার্ডে ওয়ার্ডে পোস্টার স্ট্যান্ড বসাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। নগরীর দৃষ্টি দূষণ বন্ধে সিটি কর্পোরেশনের এমন পদক্ষেপ। 

এখন থেকে নিয়ম ভেঙে নির্ধারিত জায়গার বাইরে বিশেষ করে ফ্লাইওভার ও মেট্রোরেলের পিলারে পোস্টার লাগালে গুনতে হবে জরিমানা। নিয়মিত চলবে ভ্রাম্যমান আদালতও। 

পরিবেশ দূষণের কথা এলেই বায়ুদূষণ, শব্দ দূষণ, পানি দূষণের কথা বলা হয়। এসব ছাড়াও ঢাকায় দৃষ্টি দূষণও এখন ভয়াবহ রূপ নিয়েছে।

সড়ক, ফুটপাথ, অলিগলি যেখানেই চোখ যায় শুধু পোস্টার আর পোস্টার। বাহারি পোস্টারে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। যেখানে দেয়াল আছে, সেখানেই পোস্টারে ছেয়ে গেছে।

সড়কের পাশের দেয়াল, বিদ্যুতের তার কিংবা ফ্লাইওভারের পিলার। যত্রতত্র দেয়াল লিখন আর পোস্টারের ছড়াছড়ি। যা নগরীর সৌন্দর্যকে নষ্ট করছে।  

বাদ যায়নি ঢাকার সৌন্দর্যবর্ধনে তৈরি ভাস্কর্যগুলো। পোস্টার বিলবোর্ডে চাপা পড়েছে মতিঝিলের শাপলা চত্বর ভাস্কর্যটি। পোস্টারের জন্য দেখা মিলছে না দৃষ্টিনন্দন পানির ফোয়ারাটিও।

যদিও ‘দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী এসব শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু, ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রভাবশালীরা সেই আইন মানছেন না।   

এই অবস্থায় পোষ্টার লাগানোর জন্য ওয়ার্ডে ওয়ার্ডে ‘স্ট্যান্ড’ বসিয়ে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে স্ট্যান্ড বসানো হচ্ছে। 

একই ব্যবস্থা নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনও। ডিএসসিসির ৫৪ ওয়ার্ডে কাউন্সিলরদের স্থান নির্বাচন করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত এসব স্ট্যান্ডে বিনামূল্যেই পোস্টার লাগানো যাবে। যা সবার জন্যই উন্মুক্ত। তবে এর বাইরে পোস্টার লাগালে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছেন উত্তর সিটির মেয়র। 

নির্দিষ্ট স্থানে পোষ্টার লাগানোর বিষয়টি নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাবে উত্তরের নগর প্রশাসন। কেউ আইন ভেঙে অন্য কোথাও পোস্টার লাগালে জরিমানা করা হবে। 

পরীক্ষামূলকভাবে মিরপুর গোলচত্ত্বর এলাকায় একটি বোর্ড স্থাপন করে সেখানে পোস্টার লাগানোর জন্য বলা হয়েছে। ধারাবাহিকভাবে সব ওয়ার্ডে এভাবে চলবে।

আরও পড়ুন: পুরনো ঢাকার বহু ভবন একই সঙ্গে আবাসিক ও বাণিজ্যিক

ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকও এমন উদ্যোগ নিয়েছিলেন। উত্তর সিটি কর্পোরেশন বিভিন্ন পয়েন্টে পোস্টার স্ট্যান্ড বসিয়েছিলেন। কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি। 

পোস্টার-দেয়াল লিখনের জঞ্জাল সরেনি। আরও একবার উত্তর সিটি কর্পোরেশনের সেই একই উদ্যোগ। তবে মেয়র জানালেন, এবার তারা আটঘাট বেধেই কাজে নামছেন। 


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads