ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

ক্যারিয়ার সেরা বোলিংয়ে মিরাজের ম্যাজিক

সাইফুল রূপক, একাত্তর
প্রকাশ: ১২ মার্চ ২০২৩ ২০:৪৩:০৬ আপডেট: ১২ মার্চ ২০২৩ ২০:৪৪:৪৮
ক্যারিয়ার সেরা বোলিংয়ে মিরাজের ম্যাজিক

সাকিব আর হাথুরু, দুজনার রসায়নে দুর্বার ছুটছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে একাদশে মিরাজকে এনেই বাজিমাত করেছে বাংলার ক্যাপ্টেন আর কোচ। সুযোগ দু’হাত ভরে নিয়ে, চার ওভারে বারো রানে চার উইকেট। ক্যারিয়ার সেরা বোলিংয়ে, ম্যাচ সেরাও মেহেদী মিরাজ। 

মিরাজ সবই পারেন, বোলিংও সামলান, ব্যাটিংয়েও ঝড় তোলেন। ডানহাতির অলরাউন্ড নৈপূণ্যে ইতিহাস গড়লো বাংলাদেশ। 

ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। পিচ ম্যাপে স্পষ্ট যে, কতোটা গোছানো লাইন লেন্থ চমৎকার অফস্পিনারের। ২৪ বলের মধ্যে ১৭টাই গুড লেন্থ করিডোরে ফেলেছেন মিরাজ। ইংলিশদের কম রানে বেঁধে ফেলার বড় কারিগর এই স্পিন মাস্টার।

বিপিএল কি জাতীয় দল, মিরাজের উপর বরাবরই পূর্ণ আস্থা কাপ্তান সাকিবের। প্রশ্ন আসতেই পারে, কি চিন্তা করে দ্বিতীয় ম্যাচের একাদশে শামীমের জায়গায় মিরাজকে নিলেন দলপতি? 

সাকিব দেশের সবচেয়ে বুদ্বিমান ক্রিকেটার। পিচ ও প্রতিপক্ষ সম্পর্কে তার ধারণা আছে ব্যাপক। সাকিব আগেই বুঝেছেন মিরপুরের উইকেটে টার্ন হবে, গতির তারতম্যও হতে পারে। আবার, ইংলিশ ব্যাটিং অর্ডারে প্রথম ছয় জনের চারজনই বাঁহাতি। 


আরও পড়ুন: সাত দফা দাবিতে আমরণ অনশনে রাবির আট শিক্ষার্থী

ম্যাচ আপ নীতিতে ডাকেট, মঈন, কারানদের বিপক্ষে মিরাজকে দিয়ে ছকটা ভালোভাবেই কাজে দিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্টের। 

শুধু বোলিংয়ে নয়, আজকাল ব্যাট হাতেও মিরাজ ভরসার নাম। টার্নিং পিচে লেফট রাইট কম্বিনেশন ঠিক রাখতে ডানহাতিকে প্রমোশন দিয়েও বাজিমাত করে হাথুরু-সাকিব জুটি। 

শুধু মিরাজ নয়, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয়ে কৃতিত্বের দাবিদার অনেকেই। পেসার কি স্পিনার, রোববার সিরিজ জেতার ক্ল্যাশে সবাই ছিলেন বড্ড কিপ্টে। ওদের কিপ্টেমিতেই, চওড়া হাসি ফুটেছে কোটি টাইগার ভক্তদের মনে। 


একাত্তর/আরবিএস  

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads