ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ন'টা থেকে আড়াইটা

নিজস্ব প্রতিবেদক, একাত্তর
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩ ১৭:৫৮:৩৭ আপডেট: ১৬ মার্চ ২০২৩ ০৯:১৬:০০
রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ন'টা থেকে আড়াইটা

রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচী পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক সার্কুলারে এ সময়সূচী জানানো হয়।

এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। 

আরও পড়ুন: জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটিতে নির্বাচন: ইসি

তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads