ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

রামপুরায় ৫০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক একাত্তর
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩ ০৬:২৬:৫২
রামপুরায় ৫০০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে ৫০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ শাহ আলম, মোঃ আবদুল্লাহ আল নোমান ও মোছাঃ নুরজাহান আক্তার অলিজা।

মঙ্গলবার (১৫ মার্চ ) রাত ১১:৫০টায় রামপুরার বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী রামপুরা থানার বনশ্রীর ৫ নম্বর রোডে মারিয়ামস গার্ডেনের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৫০০০ পিস ইয়াবাসহ শাহ আলম, আবদুল্লাহ আল নোমান ও নুরজাহানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।


একাত্তর/এআর

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads