ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

তীব্র তাপদাহে অস্ট্রেলিয়ার নদীতে মাছের মড়ক

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ ১১:২৯:৪৪ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১২:০৭:৩৫
তীব্র তাপদাহে অস্ট্রেলিয়ার নদীতে মাছের মড়ক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের মেনিন্ডি শহরে ডার্লিং-বাকা নদীতে ঝাঁকে ঝাঁকে মৃত মাছ ভেসে উঠেছে। 

তীব্র তাপদাহে পানি কমে মাছগুলোর মৃত্যু হয়েছে বলে স্থানীয় নদী কর্তৃপক্ষ বলছে। খবর: বিবিসি।

শুক্রবার (১৭ মার্চ) সকালে উঠে সেখানকার লোকজন বিপুল সংখ্যক এই মরা মাছ দেখতে পায়। 

এর আগে, বছর তিনেক আগেও এমন মাছ মৃত্যুর ঘটনা দেখেছিল শহরবাসী, তবে এবার মৃত মাছের সংখ্যা অনেক বেশি।

মেনিন্ডি শহরটিতে ৫০০ জনের মতো মানুষ থাকেন। শনিবার (১৮ মার্চ) মেনিন্ডির তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস পাওয়া গেছে।

আরও পড়ুন: পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা যৌক্তিক: বাইডেন

ডার্লিং-বাকা নদীটি অস্ট্রেলিয়ার সবচেয়ে সবচেয়ে বড় ‘মারে ডার্লিং বেসিনের’ অন্তর্গত। ২০১২ সালে নদীটির শুকিয়ে যাওয়া ঠেকাতে এবং প্রাণ ফিরিয়ে আনতে ১৩ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারের একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads