ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

বিবিসি’র সাংবাদিককে সম্মান জানালো বাংলাদেশের শিশুরা

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ ১১:৩৯:১৬
বিবিসি’র সাংবাদিককে সম্মান জানালো বাংলাদেশের শিশুরা

ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসি’র বাংলা বিভাগের সিনিয়র সংবাদকর্মী ফারহানা পারভিনকে সম্মান জানিয়েছে বাংলাদেশের শিশুরা। 

শুক্রবার (১৭ মার্চ) রাতে তিনি নারায়ণগঞ্জ জেলা গার্লস স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। 

শিশুভিত্তিক আন্তর্জাতিক প্লাটফর্ম ‘চাইল্ড মেসেজ’ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শুনো আমাদের কথা’য় সদ্য বিবিসি বাংলা থেকে সরে আসেন ফারহানা পারভিন। নিজ ছোট শিশুর জন্য তিন মাস আগে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে দূরে সরে আসা জনপ্রিয় এই সাংবাদিককে সম্মান জানায় ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেওয়া সকল শিশু। 

এই ব্যাপারে অংশ নেওয়া শিশু ফাতিমা বলেন, ‘আমরা সম্মানবোধ করছি বিবিসি’র সাংবাদিককে সম্মান জানাতে পেরে। একজন শিশুর জন্য তিনি মা হিসেবে যে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে দূরে সরে এসেছেন তার জন্য সকল শিশু মিলে আমরা তাকে স্যালুট জানানোর সিদ্ধান্ত নিয়েছি’।

অংশ নেওয়া আরেক শিশু সাংবাদিক রোহা বলেন, ‘বিবিসি বাংলা আমাদের বাংলা ইতিহাসের সঙ্গে জড়িত একটি নাম। আর আমরা সকল শিশু এমন একজন সাংবাদিককে সম্মান জানিয়েছি যিনি আমাদের শিশু অধিকারের কথা ভেবেছেন সবসময়ই। এতে উপকার পেয়েছে তিন কোটির অধিক শিশু’।

জানা গেছে, বিবিসির ফারহানা পারভিন নিজ ক্যারিয়ারে শিশু অধিকার নিয়ে প্রতিবেদন করে পেয়েছেন ইউনিসেফসহ একাধিক আন্তর্জাতিক পদক। 

আয়োজন সুত্রে জানা গেছে, এই ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের জাতীয় সংসদের এমপি ব্যারিস্টার শামীম পাটওয়ারী ও জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনডিপি’র হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম। বিবিসি’র এই সংবাদকর্মীর প্রতি শিশুদের সম্মান মুগ্ধ করেছে অংশ নেওয়া সবাইকে। ফেসবুকসহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা উঠে এসেছে স্যালুটের ছবিটি। 

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ‘ঘটনাটির মুহূর্তে আমিও অশ্রুসিক্ত হয়ে পড়ি। শিশুদের জন্য লিখলে ভাবলে তারাও সম্মান জানাতে ভোলেনা তা-ই দেখলো সবাই’।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads