ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে তুরস্কের সমর্থন

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ ১১:৫০:১৪
ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানে তুরস্কের সমর্থন

অবশেষে ফিনল্যান্ডের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সদস্য হওয়ার আবেদনে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে তুরস্ক।

শুক্রবার (১৭ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ কথা জানান। খবর: আলজাজিরা।

এরদোয়ান বলেন, পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের সদস্য হওয়ার আবেদনকে অনুমোদন দেবে তুরস্ক। 

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো তুরস্ক সফরে থাকা অবস্থায় এই সিদ্ধান্তের কথা জানালেন এরদোয়ান। ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো জোটে যোগদানের জন্য দশ মাস আগে আবেদন করেছিল।

ফিন্নিশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিনল্যান্ড নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে।

এরদোয়ানের এই ঘোষণার ফলে ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের আবেদন তুরস্কের পার্লামেন্টে উত্থাপন করা যাবে।

আরও পড়ুন: তীব্র তাপদাহে অস্ট্রেলিয়ার নদীতে মাছের মড়ক

ধারণা করা হচ্ছে, ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের পূর্বে এই বিষয়টি অনুমোদন পাবে।


একাত্তর/জো 

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads