ঢাকা ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

ইমরান খানের বাড়িতে প্রবেশ করেছে পুলিশ

একাত্তর অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৩ ১৫:২৫:২২
ইমরান খানের বাড়িতে প্রবেশ করেছে পুলিশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাড়িতে প্রবেশ করেছে দেশটির পুলিশ। তার রাজনৈতিক দলের কর্মকর্তারা বলেছেন, তিনি আদালতে হাজিরার জন্য রাজধানী ইসলামাবাদে রওনা হওয়ার পর পুলিশ তার বাড়িতে প্রবেশ করে।

ইমরানের বাড়ির বাইরে কয়েকদিন ধরে পুলিশ ও তার সমর্থকদের মধ্যে সহিংস সংঘর্ষের পর শনিবার (১৮ মার্চ) অবশেষে তার বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয় পুলিশ। 

খান এক টুইটবার্তায় জানান, তার স্ত্রী বাড়িতে রয়েছেন। গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করার পর আদালতে হাজিরা দিতে যাচ্ছেন তিনি।

এদিকে, ইমরানের আগমনের আগে পুলিশ রাজধানী ইসলামাবাদের কিছু অংশ সিল করে দিয়েছে এবং শহরে হাজার হাজার পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করেছে।

নগরীর বিচারিক কমপ্লেক্সের আশেপাশের বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকতে বলা হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে এবং রাজধানীতে প্রবেশের আগে গাড়ি চেক করা হচ্ছে। 

ইসলামাবাদের পুলিশ প্রধান আকবর নাসির শুনানির আগে বলেন, তার জীবনের প্রতি কোনো হুমকি এড়াতে আমরা ভারী নিরাপত্তা মোতায়েন করেছি।

আরও পড়ুন: রাশিয়াকে হান্টিং রাইফেল সরবরাহ করছে চীন

অন্যদিকে ইমরান খান জানিয়েছেন, তিনি গ্রেপ্তার হলে তার দলের নেতৃত্ব দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ইসলামাবাদে যাওয়ার আগে তিনি তার লাহোর বাড়িতে একটি সাক্ষাত্কারে বলেন, আমি একটি কমিটি করেছি যা স্পষ্টতই সিদ্ধান্ত নেবে- যদি- আমি জেলের ভিতরে থাকি। তিনি বলেন, তার বিরুদ্ধে ৯৪টি মামলা রয়েছে।


একাত্তর/এসজে

মন্তব্য

এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.

আপনার মন্তব্য লিখুন

Nagad Ads