মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর অংশে বেপরোয়া গাড়ির চাপায় এক ট্রাকচালক ও তিন পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মার্চ) দিবাগত গভীর রাতে পৃথক দুই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
জানা গেছে, নিহতরা হলেন ট্রাকচালক হোসেন আলী, পথচারী হাবি্ুবুর রহমান, উজ্জল মৃধা ও অজ্ঞাত আরেক পথচারী। হাবিবুরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়, উজ্জল মৃধার বাড়ি শ্রীনগরের কুকুটিয়ায় এবং ট্রাকচালক হোসেন আলীর গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারার ঘোলদাগে।
হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে শ্রীনগরের ষোলঘর ইউনিয়নের এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে বাসস্ট্যান্ডে গোপালগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস থামলে কয়েকজন যাত্রী বাস থেমে নেমে যান। সেসময় বিপরীতমুখী আরেকটি গাড়ি ওই তিনজনের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে র্যাবের গুলিতে আহত বৃদ্ধের মৃত্যু
ওসি আরও জানান, আলাদা আরেকটি সড়ক দুর্ঘটনায় ভোর চারটার দিকে শ্রীনগরের উমপাড়ায় ট্রাকচালক হোসেন আলী ট্রাক থামিয়ে চাকা মেরামত করছিলেন। সেসময় বেপরোয়া গতির অন্য একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
একাত্তর/জো
মন্তব্য
এই নিবন্ধটি জন্য কোন মন্তব্য নেই.